মাননীয়
চেয়ারম্যান সাহেব . . . . . . . . . . . গ্রাম আদালত।
২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউ/ পি , উপজেলাঃ বানিয়াচং, হবিগঞ্জ।
বাদীঃ মোঃ বকুল মিয়া (৩০) পিতাঃ মোঃ আঃ হামিদ সাং চাঁনপাড়া, ২নং, বানিয়াচং, উঃ পঃ ইউ/পি বানিয়াচং, হবিগঞ্জ।
বিবাদীগনঃ
১।মোঃ আঃ রহমান (৪০) পিতঃ মৃতঃ আঃ রেজ্জাক
২।মোঃ চনু মিয়া (৫০) ঐ সর্ব সাংঃ চাঁনপাড়া, ২নং বানিয়াচং, উঃ পঃ ইউ/ পি বানিয়াচং, হবিগঞ্জ।
স্বাক্ষী
১।মোঃ জফুর মিয়া (৩০) পিতাঃমোঃ অনু মিয়া
২।মোঃ জয়নাল মিয়া (২৫) পিতাঃমোঃ জালাল মিয়া
৩।মোঃ হুসমান মিয়া (৩৫) পিতাঃমোঃ আঃ ছালাম
৪।মোঃমোহন মিয়া (৩৫) পিতাঃমোঃ আঃ হামিদ
৫।মোঃ আঃ করিম (৬০) পিতাঃ মৃতঃ আঃ কাদির সবং সাং চাঁনপাড়া, ২নং বানিয়াচং, উঃ পঃ ইউ/ পি বানিয়াচং, হবিগঞ্জ।
ঘটনার স্থান, তারিখ, সময় ও ধারাঃ বিবাদীগনের বাড়ীর পশ্চিমের রাসত্মায় ২০-১-২০১২ ইং রোজ শুক্রবার সকাল অনুমান ১০.০০ ঘটিকায়, ধারা ৫০৬ দঃ বিঃ
জনাব,
বিনীত নিবেদন এইযে, উপরোক্ত বিবাদীগন দাঙ্গাবাজ লাঠিয়াল অন্যায়কারী ও জুলুমকারী লোক বটে। আইন কানুনের ধার ধারে না গায়ের জোরে যাহা ইচ্ছা তাহাই করে থাকে। অপরদিকে আমি একজন নিরীহ ও শামিত্মপূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক বটে। ঘটনার দিন ও সময়ে আমি আমার বেবিক্যাপখানা নিয়ে বাড়ীর উদ্দেশ্যে যাওয়ার পথে বিবাদীগনের বাড়ীর পশ্চিমে আসা মাত্রই ১নং বিবাদী আমার গাড়ীর সামনে একখানা মই ফেলেদেয়। এমতাবস্থায় গাড়ীখানা ব্রেক করিয়া দরজা খুলে নামা মাত্রই ২নং বিবাদী সরের বাচ্চাকে ধর বলা মাত্রই ১নং বিবাদী ও ২নং বিবাদী চড়াও হইয়া কাল অস্র্ নিয়ে আমাকে প্রাণে মারতে উদ্যত হইলে আমি প্রাণের ভয়ে সুর-চিৎকার করিলে আমার সুর-চিৎকার শুনিয়া আশেপাশে থাকা স্বাÿীগণ আসিয়া আমাকে বিবাদীগনের কবল হইতে রক্ষা করেন নতুবা আমার প্রান-নাশের আশংকা ছিল। এমতাবস্থায় নিরম্নপায় হইয়া আপনার গ্রাম আদালতের স্বরনাপন্ন হইলাম। আমার স্বাক্ষী আছেন স্বাক্ষীগন ঘটনার সত্যতা প্রমাণ করিবেন।
অতএব
হুজুর সমীপে বিনীত প্রার্থনা যে, আমার স্বাক্ষী প্রমাণ গ্রহণে বিবাদীগনের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা করিতে জনাবের মর্জি হয়। ইতি,
বিনীত
মোঃ বকুল মিয়া
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS